কোভিড ১৯ সঙ্কট: স্বেচ্ছাসেবকদের জন্য গুরুত্বপূর্ণ গাইডলাইন 13 point checklist, in Bengali, for volunteers working amid lockdown
09, Apr 2020 | CJP team
ভারতে কোভিড-১৯ সংকট চলাকালীন সমগ্র দেশজুড়ে অনেকেই অত্যাবশ্যকীয় জিনিসপত্র থেকে বঞ্চিত হয়েছে। চিকিৎসা- ত্রাণসামগ্রী এবং পুনর্বাসনের কাজ চলছে,এখন প্রয়োজন স্বেচ্ছাসেবকের যারা সমাজের প্রান্তিক শ্রেণি বা সাধারণ জনগণের কাছে এই মহামারী সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে পারে এবং প্রয়োজনীয় সামগ্রী গুলো পৌঁছে দিতে পারে। আপনি যদি এমন কেউ হন যে ব্যক্তি সক্ষমতা বা কোনও সংস্থার সাথে স্বেচ্ছায় স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছেন বা করবেন,তবে আপনার নিজের নিরাপত্তার সমান্তরাল ভাবে অন্যের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশন অনুসরণ করুন। এই ভিডিও তে ১৩ টি Point উল্লেখ করা হয়েছে যা এই সংকটে আপনাকে নিজেকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে।