পুরনো ধারার ধর্মনিরপেক্ষ রাজনীতির বিবর্তন প্রয়োজন: তিস্তা শেতলবাদ anandabazar
24, Jan 2023
গুজরাত সরকারের করা মামলায় ২০২২-এ দু’মাস সংশোধনাগারে কাটিয়েছেন। তা নিয়ে কথা বলতে চাননি আইনজীবীদের পরামর্শে। তবে সমসাময়িক রাজনীতি নিয়ে অকপট তিস্তা শেতলবাদ।
একটি চলচ্চিত্র উৎসবে বক্তৃতা দিতে শহরে এসেছিলেন তিস্তা শেতলবাদ। বিষয় ‘নয়া ভারতে ন্যায়ের খোঁজ’। মঞ্চে ওঠার আগে আনন্দবাজার অনলাইনের মুখোমুখি দীর্ঘ দিনের মানবাধিকার আন্দোলনের কর্মী। ভাগ করে নিলেন সদ্য দু’মাস আহমেদাবাদের সংশোধনাগারে দিন কাটানোর অভিজ্ঞতা। স্বাধীনতা উত্তর ধর্মনিরপেক্ষতার রাজনীতির পুরনো ধারা কি ক্রমেই অবলুপ্তির পথে? সংগঠিত বিরোধী স্বর তৈরি হওয়ায় বাধা কোথায়? অকপট তিস্তা নিজের মত প্রকাশ করলেন আনন্দবাজার অনলাইনে।
The original piece may be viewed here